শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নির্বাচন অংশগ্রহণমূলক ও স্বচ্ছ করার আহ্বান ইউরোপীয় দেশগুলোর

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রকৃতপক্ষে বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত করতে সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সকল অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় দেশগুলো। গতকাল সোমবার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর প্রাক্কালে বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো এবং নরওয়ে ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে নাগরিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও দল করার স্বাধীনতাকে রক্ষা করার জন্য সব স্টেকহোল্ডার প্রতি আহ্বান জানানো হয়েছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন ও বাংলাদেশ সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় দেশগুলো তা স্বাগত জানিয়েছে। সব রাজনৈতিক দলকে সহিংসতা পরিহার এবং তাদের রাজনৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে আইনের শাসন মেনে চলার এবং গণমাধ্যম ও সুশীল সমাজকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, বাংলাদেশিদের উন্নয়নের পথে এগিয়ে যেতে অংশগ্রহণমূলক নির্বাচন গুরুত্বপূর্ণ। বিবৃতিতে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, স্পেন, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতরা স্বাক্ষর করেছেন। প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।