শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আরো ইলেকট্রিশিয়ান প্রয়োজন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২১:৫৩

শহর ও পল্লি অঞ্চলে বিদ্যুত্ বিতরণ ২০০৯ থেকে দ্রুত এগিয়ে চলেছে। বিদ্যুতের সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মানুষের মৃত্যুর ঘটনাও বেড়েছে। এটা হচ্ছে প্রধানত প্রশিক্ষণপ্রাপ্ত ইলেকট্রিশিয়ানের অভাবে। অনেক সরকারি পলিটেকনিক ইন্সটিটিউশনে প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ান তৈরির জন্য ট্রেড কোর্স চালু রয়েছে। তারপরও দেশে প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ানের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এহেন অবস্থায়, কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রয়োজনীয় ইলেকট্রিশিয়ান গঠনের জন্য ট্রেড কোর্সটির সুযোগ ব্যাপকভাবে সম্প্রসারণ করা জরুরি হয়ে পড়েছে। সুনামগঞ্জ জেলায় কোনো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নেই। সুনামগঞ্জে ইলেকট্রিশিয়ান তৈরির জন্য ট্রেড কোর্স চালু খুবই জরুরি। সুনামগঞ্জের দরিদ্রপীড়িত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিশেষে, সুনামগঞ্জ জেলায় সরকারি কারিগরি ইন্সটিটিউশন স্থাপন ও পরিচালনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা নিরাপদ বিদ্যুতের ব্যবহার চাই।

মো. আশরাফ হোসেন

মধ্য বাজার, সুনামগঞ্জ