শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আজ শহীদ ড. জোহা দিবস

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৬

স্টাফ রিপোর্টার, রাজশাহী

আজ ১৮ ফেব্রুয়ারি। ড. শহীদ শামসুজ্জোহা দিবস। ১৯৬৯ সালের এ দিনে পাক হানাদার বাহিনীর গুলিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান গেটে প্রক্টর অধ্যাপক ড. জোহা শহীদ হন। আগরতলা ষড়যন্ত্র মামলা এবং সার্জেন্ট জহুরুল হক হত্যার প্রতিবাদে রাবির ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করার চেষ্টা করে। এসময় ছাত্রদের জীবন রক্ষায় তিনি পাক বাহিনীর বন্দুকের সামনে দাঁড়িয়ে প্রাণ দেন। তিনিই প্রথম বাঙালি শহীদ বুদ্ধিজীবী। ড. জোহার আত্মদান চলমান গণআন্দোলন রূপ নিয়েছিল গণঅভ্যুত্থানে। সেদিন থেকে রাবিতে এ দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

দিবসের কর্মসূচিতে রয়েছে আজ সোমবার কালোপতাকা উত্তোলন, ড. জোহার মাজার ও জোহা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা। সকাল ১০টায় শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে জোহা স্মারক বক্তৃতায় বক্তব্য রাখবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্যামল চক্রবর্তী। বাদ জোহর রাবি কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত এবং সন্ধ্যা সাড়ে ৬টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রদীপ প্রজ্জ্বলন। এদিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও ১৩ মার্চ বিকাল ৪টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান আলোচক থাকবেন এমপি আসাদুজ্জামান নূর।