শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পটিয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২১:৫৭

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধকালীন গেরিলা কমান্ডার কমরেড শাহ আলম বলেছেন, স্বাধীনতার ৪৭ বছরেও মেহনতী শ্রমিক জনতার মুক্তি আসেনি। এখনো অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। বর্তমানে মেহনতী মানুষের রাজত্ব কায়েমের লক্ষ্যে এ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল রবিবার সকালে পটিয়া গৈড়লাটেকের মুক্তিযুদ্ধকালীন ন্যাপ-কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর সাথে পাকিস্তান হানাদার বাহিনী সম্মুখযুদ্ধ সংঘটিত ঘটনার স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মুক্তিযুদ্ধকালীন ন্যাপ-কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ পটিয়া উপজেলা কমান্ডের উদ্যোগে আয়োজিত সমন্বয় পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ইদ্রিসের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা ফজর আহমদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ন্যাপপার্টির সম্পাদক আলী নেওয়াজ খান, সাংগঠনিক সম্পাদক মিঠুল দাশ, মুক্তিযোদ্ধা সাবেক ধলঘাট ইউপি চেয়ারম্যান তাজুর মুল্লুক, উপজেলা ছাত্র ইউনিয়ন সভাপতি মোঃ সাজ্জাদ, ইউপি সদস্য জাফর আহমদ ভুলু প্রমুখ নেতৃবৃন্দ। সভার শুরুতে পটিয়া গৈড়লাটেকে সম্মুখ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।