বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ প্রাপ্তি ও মূলধন ফেরতের ক্ষেত্রে অগ্রাধিকার ভোগ করে, তাদের শেয়ার বলে

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৯:২৯

ফিন্যান্স ও ব্যাংকিং

নির্মল ইন্দু সরকার, প্রভাষক

সেন্ট গ্রেগরিজ হাইস্কুল এন্ড কলেজ, ঢাকা

প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজ ‘ফিন্যান্স ও ব্যাংকিং’ বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক (ক,খ) প্রশ্ন উত্তরসহ দেয়া হলো।

৯১। অগ্রাধিকার শেয়ার বলতে কি বোঝায়?

উত্তর: যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ প্রাপ্তি ও মূলধন ফেরতের ক্ষেত্রে অগ্রাধিকার ভোগ করে, তাদের শেয়ার বলে। অগ্রাধিকার শেয়ার মালিকগণ নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকেন। কোম্পানিতে লভ্যাংশ প্রাপ্তি ও মূলধন ফেরতের ক্ষেত্রে অগ্রাধিকার পেলেও এসব শেয়ারের মালিক কোম্পানি পরিচালনায় অংশ নিতে পারে না।

৯২। নগদ লভ্যাংশ কি?

উত্তর: যে লভ্যাংশ নগদ টাকায় পরিশোধ করা হয়, সে লভ্যাংশকে নগদ লভ্যাংশ বলে।

৯৩। স্টক বা বোনাস লভ্যাংশ বলতে কি বোঝায়?

উত্তর: কোম্পানি কর্তৃক ইস্যুকৃত শেয়ারের ওপর আনুপাতিক হারে যে লভ্যাংশ প্রদান করা হয়, তাকে স্টক লভ্যাংশ বা বোনাস লভ্যাংশ বলে। কোম্পানি অনেক সময় নগদ লভ্যাংশের পরিবর্তে বা নগদ লভ্যাংশের পাশাপাশি বর্তমান ইস্যুকৃত শেয়ারের উপর আনুপাতিক হারে স্টক লভ্যাংশ দিয়ে থাকে। এর ফলে কোম্পানির শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়।

৯৪। স্থিতিশীল লভ্যাংশ নীতি কি?

উত্তর: যে লভ্যাংশ নীতি অনুযায়ী প্রতি বছর অর্জিত লাভ থেকে সমপরিমাণ টাকা লভ্যাংশ দেয়া হয়, তাকে স্থিতিশীল লভ্যাংশ নীতি বলে।

৯৫। লভ্যাংশ প্রদান অনুপাত নীতি কি?

উত্তর: যে লভ্যাংশ নীতি অনুযায়ী কোম্পানি প্রতি বছর গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আনুপাতিক হারে লভ্যাংশ প্রদান করে, তাকে লভ্যাংশ প্রদান অনুপাত নীতি বলে।

৯৬। স্থির লভ্যাংশ সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি কি?

উত্তর: যে লভ্যাংশ নীতিতে কোম্পানি প্রতিবছর ন্যূনতম স্থিতিশীল লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ প্রদান করে সে নীতিকে স্থির লভ্যাংশ সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি বলে। যেসব কোম্পানির আয় স্থিতিশীল নয় সেসব কোম্পানির জন্য এটি একটি আদর্শ লভ্যাংশ নীতি।

৯৭। সঞ্চয়ের বাহন কী?

উত্তর: মুদ্রা

৯৮। মুদ্রার প্রধান কাজ কোনটি?

উত্তর: বিনিময়ের মাধ্যম

৯৯। কাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়?

উত্তর: মুদ্রাকে

১০০। ব্যাংক শব্দের ল্যাটিন অর্থ কী?

উত্তর: বেঞ্চ

১০১। কোন যুগে লম্বা টুলে বসে অর্থের ব্যবসায় করা হতো?

উত্তর: মধ্যযুগে

১০২। কিসের ধারাবাহিকতার ফসল হচ্ছে আজকের ব্যাংকিং ব্যবস্থা?

উত্তর: মুদ্রা, অর্থ বিনিয়োগ, সঞ্চয়ের বিবর্তন

১০৩। ব্যাংক ব্যবস্থার শুরু করে?

উত্তর: মুদ্রা ব্যবহারের প্রথম যুগ

১০৪। কত সালে প্রথম ব্যাংক ব্যবস্থা ইতিহাসে স্থান করে নেয়?

উত্তর: খ্রিষ্টপূর্ব পাঁচ হাজার

১০৫। ভারত অঞ্চলে প্রথম আধুনিক ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত হয় কোনটি?

উত্তর: দি হিন্দুস্তান ব্যাংক