শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৬

বিজ্ঞান

মোহাম্মদ নাসির উদ্দিন

সিনিয়র শিক্ষক

দুলালপুর এস.এম.এন্ড কে. উচ্চ বিদ্যালয়, কুমিল্লা।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও।  জ্ঞানমূলক কিছু প্রশ্ন ও তার উত্তর দেখে নাও। আশাকরি তোমরা উপকৃত হবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের পাঠ্যবইয়ের ১ম অধ্যায়                 (প্রাণিজগতের শ্রেণিবিন্যাস) এর সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর করতে যে বিষয়গুলো জানা থাকা প্রয়োজন তা তুলে ধরছি।

অ্যানিম্যালিয়া জগতের প্রাণীদেরও পর্বগুলোর নাম, বৈশিষ্ট্য ও উদাহরণ

১.পর্ব: পরিফেরা ( Porifera)

সাধারণ বৈশিষ্ট্য

öসরল বহুকোষী প্রাণী।

öদেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই ছিদ্র পথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে।

öবহুকোষী  প্রাণী হওয়া সত্ত্বেও এদের পৃথক কোনো সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না।

উদাহরণ: Spongilla.

 ২.পর্ব: নিডারিয়া ( Cnidaria)

   সাধারণ বৈশিষ্ট্য

öদেহ দুটি ভ্রুণীয় কোষস্তর দ্বারা গঠিত।

öদেহ গহব্বরকে সিলেন্টেরন বলে। এটা একাধারে পরিপাক ও সংবহণে অংশ নেয়।

öএক্টোডার্মে নিডোব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়।

উদাহরণ: Hydra

৩.পর্ব: প্লাটিহেলমিনথেস (Platyhelminthes)

   সাধারণ বৈশিষ্ট্য

öদেহ চ্যাপ্টা, উভলিঙ্গ।

öদেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত।

öদেহে চোষক ও আংটা থাকে।

পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত।

উদাহরণ: যকৃত কৃমি, ফিতা কৃমি

৪.পর্ব: নেমাটোডা (Nematoda)

 সাধারণ বৈশিষ্ট্য

ö দেহ নলাকার ও পুরো তাবক    দ্বারা আবৃত।

ö পৌষ্টিক নালী সম্পূর্ণ, মুখ ও পায়ু ছিদ্র উপস্থিত।

öশ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত।

উদাহরণ: গোল কৃমি, ফাইলেরিয়া কৃমি

৫.পর্ব: অ্যানেলিডা ( Annelida)

সাধারণ বৈশিষ্ট্য

öদেহ নলাকার ও খণ্ডায়িত।

öনেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে।

öপ্রতিটি খণ্ডে সিঁটা থাকে (জোঁক ছাড়া) সিঁটা চলাচলে সহায়তা করে।

উদাহরণ: কেঁচো, জোঁক

৬.পর্ব: আথ্রোপোডা (Arthropoda)

  সাধারণ বৈশিষ্ট্য

ö দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত, সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান।

öমাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা।

öনরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত।

উদাহরণ: প্রজাপতি, চিংড়ি

৭.পর্ব: মলাস্কা ( Mollusca)

সাধারণ বৈশিষ্ট্য

ö দেহ নরম। শক্ত খোলস দ্বারা আবৃত।

ö পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে।

öফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বসনকার্য চালায়।

উদাহরণ: শামুক, ঝিনুক

৮.পর্ব: একাইনোডারমাটা ( Echinodermata)

সাধারণ বৈশিষ্ট্য

ö দেহত্বক কাঁটাযুক্ত।

ö দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত।

öসংবহনতন্ত্র থাকে এবং নালি পদের সাহায্যে চলাচল করে।

উদাহরণ: তারামাছ, সমুদ্র শশা

৯.পর্ব: কর্ডাটা ( Chordata)

সাধারণ বৈশিষ্ট্য

öএই পর্বের প্রাণীদের সারা জীবন অথবা ভ্রুণ অবস্থায় পৃষ্ঠীয়দেশ বরাবর নটোকর্ড অবস্থান করে।

öপৃষ্ঠদেশে একক, ফাঁপা স্নায়ুরজ্জু থাকে।

উদাহরণ: মানুষ, কুনোব্যাঙ

চ.সে.সি. প