শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান, দাবা, চিত্রাঙ্কণ ও সাংস্কৃতিক উত্সব

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৯:৩৪

শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্ক, কুসংস্কামুক্ত, আত্মসচেতন, সৃষ্টিশীল, মানবিক মানুষ রূপে গড়ে তোলার লক্ষ্যে গত ১৪ মার্চ সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়  ‘প্রাণ ফ্রুটো-সেন্ট গ্রেগরী’জ হাই স্কুল অ্যান্ড কলেজে একাদশ বিজ্ঞান, দাবা, চিত্রাঙ্কণ ও সাংস্কৃতিক উত্সব-২০১৯’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সি.আই.পি.মি ইলিয়াস মৃধা। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রাদার প্রদীপ প্লাসিড গমেজ সি.এস.সি। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ  ব্রাদার তরেন পালমা সি.এস.সি. গ্রেগরীয়ান সায়েন্স ক্লাবের  মডারেটর সুখেন চন্দ্র দে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পতিতপাবন মণ্ডল (পাবন)।

এ উত্সবে গণিত, রসায়ন, পদার্থ, বায়োলজি, বায়োকেমিস্টি, আইটিসহ নয়টি বিষয়ে অলিম্পিয়াড হয়। যেখানে ১ হাজার ২ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় ৩‘শ এবং হাতের লেখা প্রতিযোগিতায় ২‘শ ৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৪১টি ইভেন্টে ৪‘শ ২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবার বিজ্ঞান মেলায় ৪৫টি বিজ্ঞানভিত্তিক দেয়াল পত্রিকা প্রদর্শিত হয়। এছাড়া দুই শতাধিক শিক্ষার্থী দাবা খেলায় অংশ নেয়। খুদে বিজ্ঞানীরা বিভিন্ন বিষয়ে মোট ১‘শ ৯৫টি প্রজেক্ট মেলায় উপস্থাপন করে।

মেলায় সেন্ট  গ্রেগরী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ছাড়াও  বাংলা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উইলস লিটল ফ্লাওয়ার্স, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ, নটর ডেম কলেজসহ ৪০টি স্কুল ও কলেজ অংশ নেয়।

গত ১৬ মার্চ শনিবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী গ্রেগরীয়ান নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য গ্রেগরীয়ান প্রফেসর মোহাম্মদ আলী নকী। এবার বিভিন্ন প্রতিযোগিতায় ৫‘শ ৭৫টি পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলো দৈনিক ইত্তেফাক।