শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অস্পষ্ট প্রেসক্রিপশন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৪

শেখ শাকিল হোসেন

 

কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম। এক সন্ধ্যায় গ্রামের এক মুরব্বী আমাকে ডেকে শহরের স্বনামধন্য এক ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে বললেন, ‘বাবা, দেখো তো ডাক্তার কী লিখেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাজারের ওষুধের দোকানে গেছিলাম—কিন্তু, ওরাও কিছু বলতে পারল না। তুমি একটু ওষুধের নামগুলো স্পষ্ট করে এই কাগজে লিখে দাও তো ।’ আমি প্রেসক্রিপশনটা ৫-১০ মিনিট ধরে দেখেও ওষুধের নাম উদ্ধার করতে পারলাম না।

ব্যবস্থাপত্রের লেখা বুঝতে না পারার কারণে ভুল চিকিত্সার আশঙ্কা থাকে। যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব মেডিসিন (আইওএম)-এর চালানো এক গবেষণায় দেখা গেছে, চিকিত্সকের ভুলের কারণে বিশ্বে বছরে সাত হাজার রোগী মারা যায়। ওষুধ দিতে ভুল নয়, হাতের লেখার কারণে ঘটছে এ বিপত্তি। প্রেসক্রিপশনে ডাক্তারদের হাতের লেখার অস্পষ্টতা নিয়ে নানা রকম রসিকতা চালু রয়েছে বাজারে। তবে, ডাক্তারদের হাতের লেখা খারাপ হওয়ার পরিণাম যে এত মারাত্মক হতে পারে তা বোঝা যায়নি। এ নিয়ে পত্র-পত্রিকায় কম লেখালেখি হয়নি। ডাক্তাররা রোগীদের প্রতি যে নির্দেশনা দেন তা প্রায়ই বুঝতে ভুল করেন রোগীরা। ডাক্তারদের হাতের লেখা খারাপ হওয়াই এর কারণ। যে ওষুধ দিনে দুইবার খাওয়ার কথা ভুলে তা সপ্তাহে দুবার খেয়ে বসেন। কিংবা সকালের ওষুধটি খান রাতে। ফলে ঘটে বিপত্তি। ফার্মেসি কর্মীরাও অনেক সময় ডাক্তারদের হাতের লেখা বুঝতে না পেরে ভুল ওষুধ দিয়ে ফেলেন রোগীকে।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের তথ্যানুযায়ী দেশে প্রায় ১ লাখ ২০ হাজার নিবন্ধিত ফার্মেসি রয়েছে। এগুলো ছাড়াও আরো কয়েক লাখ অনিবন্ধিত ওষুধের দোকান রয়েছে বলে সংশ্লি­ষ্টদের ধারণা। অথচ বেশিরভাগ ফার্মেসিতে বিক্রয় প্রতিনিধি অষ্টম শ্রেণি, এসএসসি কিংবা এইচএসসি পাস। ডাক্তারদের অস্পষ্ট প্রেসক্রিপশন যেখানে অন্য ডাক্তাররাই অনেক সময় বুঝতে পারেন না, সেখানে আমাদের মতো সাধারণ মানুষ কিংবা স্বল্পশিক্ষিত বিক্রয়কর্মী সেটা কিভাবে বুঝবেন? উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশ রয়েছে যে, প্রেসক্রিপশন স্পষ্টাক্ষরে ‘পড়ার উপযোগী করে’ লিখতে হবে। জেনেরিক নামসহ ব্ল­ক লেটার বা প্রিন্ট করার মাধ্যমে প্রেসক্রিপশন লেখার আদালতের নির্দেশটিও আমাদের বেশিরভাগ চিকিত্সক মেনে চলেন না।

করণীয় কী? প্রথমত, চিকিত্সকদের জনস্বার্থে কিংবা অন্তত আদালতের নির্দেশ মানার জন্য হলেও প্রেসক্রিপশন স্পষ্টাক্ষরে ব্ল­ক লেটারে লিখতে হবে। দ্বিতীয়ত, যেসব ফার্মেসিতে ফার্মাসিস্ট নেই সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষকে সচেষ্ট হতে হবে, প্রয়োজনে প্রশাসনের তদারকি বাড়াতে হবে।

সাতক্ষীরা সরকারি কলেজ