শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বারিধারায় ডিওএইচএসের ফ্ল্যাটে জঙ্গি আস্তানা ডেটোনেটর, অস্ত্র উদ্ধার

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০০:৫০

রাজধানীর বারিধারার ডিওএইচএস এলাকার  একটি ফ্ল্যাট থেকে ডেটোনেটর, অস্ত্র, গুলি  ও নিগদ টাকা উদ্ধার করেছে পুলিশের ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (টিসিইউ)। গত বৃহস্পতিবার রাতে ২ নম্বর রোডের ১৮৪ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি খালি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৫০টি ডেটোনেটর, ম্যাগাজিনসহ দু’টি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ম্যাগাজিনসহ দু’টি শটগান, কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে সাতটি জিহাদি বই, তিন লাখ টাকা এবং ৩ লাখ বাংলাদেশি জাল টাকা উদ্ধার করা হয়। টিসিইউ সূত্র জানায়, ফ্ল্যাটটি জঙ্গি আস্তানা হিসেবে ব্যবহূত হতো।

ক্যান্টনমেন্ট থানার ওসি জানান, অভিযান এবং অস্ত্র উদ্ধারের ঘটনার বিষয়ে তারা কিছুই জানতেন না। টিসিইউ’র সদস্যরা একটি ফ্লাটে চল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন। পরে এ ঘটনায় তাদের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছে। মামলাগুলো তারাই তদন্ত করছে। তিনি আরো জানান, ওই ফ্ল্যাটে কারা থাকতো, অস্ত্রগুলো কাদের হতে পারে এ বিষয়ে তাদের কাছে কোন তথ্যই নেই। পুলিশের কাছে বাড়াটিয়া তথ্য ফরমে  ক্যান্টনমেন্ট থানার যেকোন ভাড়াটিয় বা বাড়ির মালিকের তথ্য তাদের কাছে থাকলেও ওই ফ্ল্যাটের বাসিন্দাদের কোন তথ্যও তাদের কাছে নেই। ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ সূত্র জানায়, তল্লাশির সময় ফ্ল্যাটটি তালাবদ্ধ থাকায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ডেনোনেটর ও অস্ত্রসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিকসহ সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে। ফ্ল্যাটে যারা ছিলো তাদের গ্রেফতারেও অভিযান চালানো হচ্ছে।