শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রোহিঙ্গা নির্যাতন তদন্তে মিয়ানমারে সামরিক আদালত গঠন

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০০:৩৮

রাখাইনে সংখ্যালঘু মুসলিমদের ওপর সংগঠিত নৃশংসতার তদন্তে সামরিক আদালত গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মিয়ানমারের সেনা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লেইং। বার্মা টাইমসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

২০১৭ সালের ডিসেম্বরে পুলিশের কয়েকটি চেকপোস্টে হামলার ঘটনায় রোহিঙ্গাদের বিরুদ্ধে দমন অভিযান শুরু করে সেনাবাহিনী। জীবন বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ এই অভিযানকে নিধনযজ্ঞের অন্যতম উদাহরণ বলে উল্লেখ করেছে। বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠন সেখানে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে বলে অভিযোগ করেছে। যদিও মিয়ানমার সেনাবাহিনী বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছে। শেষ পর্যন্ত এসব অভিযোগ তদন্তের জন্য মিয়ানমার সেনাবাহিনী ওই আদালত গঠন করেছে বলে জানানো হয়েছে।

এদিকে রোহিঙ্গা মুসলিমবিরোধী কট্টরপন্থা অবলম্বনকারী জাতিগত রাখাইন নেতা আয়ি মাউংকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০ বছরের জেল দিয়েছে মিয়ানমারের একটি আদালত। তিনি আরাকান ন্যাশনাল পার্টির সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে মঙ্গলবার এই রায় দেওয়া হয়।