শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পরিবারতন্ত্র নয়, গণতন্ত্রে আস্থা রাখুন : মোদি

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০০:৪৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পরিবারতন্ত্রে নয়, গণতন্ত্রে আস্থা রাখুন। কারণ পরিবারতন্ত্র দেশের উন্নতিতে নয়, সংস্থা গড়তে সহায়তা করে। গতকাল নিজের ব্লগে আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে কংগ্রেস এবং গান্ধী পরিবারকেই বেছে নেন প্রধানমন্ত্রী মোদি। তিনি লিখেছেন, পরিবারতন্ত্রে অভ্যস্ত কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাস করে না। সেই কারণেই ২০১৪ সালের সাধারণ নির্বাচনে পরিবারতন্ত্রকে হটানোর পক্ষে রায় দিয়েছিলেন দেশের সাধারণ মানুষ। পাশাপাশি ব্লগে দুর্নীতি নিয়েও কংগ্রেসকে এক হাত নিয়েছেন তিনি। তার কথায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে কংগ্রেস সবসময়ই আয়ের উত্স হিসেবে দেখে এসেছে। সেই কারণেই দেশের সশস্ত্র বাহিনীকে কখনো সম্মান দেয় না কংগ্রেস। ১৯৪৭ সাল থেকে দেশের প্রতিটি ক্ষমতাসীন কংগ্রেস সরকার একাধিক প্রতিরক্ষা দুর্নীতি করেছে বলে উল্লেখ করেন মোদি। -আনন্দবাজার পত্রিকা