শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উ. কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০০:৩৭

উত্তর কোরিয়ার ওপর থেকে সামপ্রতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। গতকাল এক টুইটার বার্তায় তিনি বলেছেন, সমপ্রতি মার্কিন বাণিজ্য বিভাগ উত্তর কোরিয়ার ওপর অতিরিক্ত যে নিষেধাজ্ঞা জারি করেছে সেটি প্রত্যাহার করতে আজ (শুক্রবার) নির্দেশ দিয়েছি। তবে কী ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিদের্শ দিয়েছেন সেই বিষয়টি স্পষ্ট করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। কারণ সমপ্রতি উত্তর কোরিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র জারি করেনি। এমনকি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্সও বিষয়টি স্পষ্ট করতে পারেননি। এদিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থাপিত মৈত্রী অফিস থেকে কর্মকর্তা প্রত্যাহার করে নিয়েছে উত্তর কোরিয়া। গতকাল শুক্রবার তাদের প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় বলে দক্ষিণ কোরিয়া জানিয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে বলা হয়, মৈত্রী অফিস থেকে সব কর্মকর্তাকে তারা প্রত্যাহার করে নিচ্ছে। -বিবিসি ও রয়টার্স