বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অভিবাসী অপরাধীদের বিষয়ে আরো কঠোর হচ্ছে ফিনল্যান্ড

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২১:৪৭

ডয়েচ ভেলে

অভিবাসীদের অপরাধ দমনে আরো কঠোর আইন করতে যাচ্ছে ফিনল্যান্ড সরকার। সম্প্রতি দেশটিতে অভিবাসীদের মাধ্যমে যৌন হয়রানির ঘটনা বেড়ে যাওয়ায় এ সংক্রান্ত আইন আরো কঠোর করার বিষয়ে একমত হয়েছেন আইন প্রণেতারা। প্রস্তাবিত এ আইনের মধ্যে রয়েছে, শিশুদের যৌন হয়রানির সর্বনিম্ন শাস্তির মেয়াদ আরো বাড়ানো এবং অপরাধীর নাগরিকত্ব বাতিল করা।

ফিনল্যান্ডে অভিবাসীদের মাধ্যমে যৌন হয়রানির সংখ্যা বাড়ছে। হেলসিঙ্কি পুলিশ গত সপ্তাহের শনিবার যৌন হয়রানির অভিযোগে তিন অভিবাসীকে আটক করে। এদিকে গত সপ্তাহের শুক্রবার দেশটির উলু শহরের পুলিশ যৌন হয়রানির অভিযোগে তিন অভিবাসীকে আটক করেছে। পুলিশ জানায় তারা গত ডিসেম্বরে একই অভিযোগে অন্তত ৯ জনকে আটক করে।

এদিকে এক বিবৃতিতে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্টো বলেন, এ ধরনের অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না| এটা কোনোভাবেই কাম্য নয় যে, যাদেরকে আমরা এনেছি ও এখানে থাকতে দিয়েছি তারা এখানে উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। গত সপ্তাহে বুধবার সংসদ অধিবেশন শেষে ফিনল্যান্ডের সেন্টার পার্টির সংসদ সদস্য আন্টি কাইক্কোনেন স্থানীয় গণমাধ্যমকে বলেন, এ ধরনের অপরাধ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে সংসদ সদস্যরা একমত হয়েছেন|

সম্প্রতি যৌন হয়রানির বিষয়ে আদালতের এক রায় নিয়ে দেশটিতে বিতর্ক চলছে। ফিনল্যান্ডের এক আদালতের রায়ে বলা হয়, কোনো প্রাপ্ত বয়স্ক ব্যক্তি ১০ বছর বয়সী কারো সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তাকে যৌন হয়রানি বলা যাবে না| পুলিশ জানিয়েছে, ২০১৮ সালে তারা দেশ জুড়ে এক হাজার ৪০০টি যৌন হয়রানির অভিযোগ পেয়েছে। এসব অভিযোগের মধ্যে ২৫ ভাগ ক্ষেত্রে অভিবাসীরা যুক্ত রয়েছে।