শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আলবেনিয়ায় সংসদে প্রধানমন্ত্রীকে কালি ছুঁড়ে মারলেন বিরোধী নেতা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০২

আলবেনিয়ায় সংসদ অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রীর দিকে ক্ষিপ্ত হয়ে বিরোধী দলীয় নেতা কালি ছুড়ে মেরেছেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাত্ক্ষণিকভাবে ওই সংসদ সদস্যকে অধিবেশন থেকে বের করে দেওয়া হয়। খবর সিনহুয়ার

ওইদিন উত্তর মেসিডোনিয়াকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রস্তাব পাস করানোর জন্য সংসদ অধিবেশন বসে।  অধিবেশনে বিরোধী দলীয় এমপি লুলজিম বাশা দুর্নীতির অভিযোগ আনেন দেশটির বামপন্থি প্রধানমন্ত্রী এডি রামার বিরুদ্ধে। তিনি মধ্য ডানপন্থি ডেমোক্র্যাটিক পার্টির নেতা। এর জবাবে এডি রামা তার যুক্তি তুলে ধরেন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে লুলজিম বাশা এডি রামার ওপর কালি ছুড়ে মারেন।