শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান নাও দিতে পারে যুক্তরাষ্ট্র

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২২:০৩

রয়টার্স

তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহের প্রস্তুতি শীঘ্রই স্থগিত করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা বলেছেন, তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নেওয়ায় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিতে পারে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, রাশিয়ার তৈরি এস ৪০০ কেনা থেকে ন্যাটোর সদস্য তুরস্ককে বিরত রাখতে তারা দেশটির কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করতে আগ্রহী। তবে দফায় দফায় যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও আঙ্কারা রুশ ক্ষেপণাস্ত্র সংগ্রহ থেকে সরে না আসায় এখন বিকল্প চিন্তা করছেন মার্কিন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্র চাইছে, তুরস্ক একই সঙ্গে উন্নত প্রযুক্তির মার্কিন বিমান এবং রাশিয়ার এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী না হোক। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী প্রতিরক্ষামন্ত্রী কাটি হুইলবার্গার বলেন, ‘এস-৪০০ একটি কম্পিউটার। এফ-৩৫-ও একটি কম্পিউটার। আপনি নিশ্চয়ই আপনার কম্পিউটারকে প্রতিপক্ষের কম্পিউটারের সঙ্গে যুক্ত করবেন না। এটাই যুক্তরাষ্ট্রের অবস্থান।’