শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চীনে শ্রম অধিকার কর্মী গ্রেফতার

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২২:০৫

এএফপি

 

চীনের দক্ষিণাঞ্চল থেকে পুলিশ এক শ্রম অধিকার কর্মীকে গ্রেফতার করেছে। শ্রমিক অধিকার নিয়ে আন্দোলন করা শিক্ষার্থী ও মানবাধিকার কর্মীদের ওপর দমনপীড়ন চলার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তার স্ত্রী একথা জানান।

তার স্ত্রী ও বিশিষ্ট নারীবাদী নেত্রী ঝেং চুরান বলেন, চীনের শ্রম অধিকার সংক্রান্ত একটি মিডিয়া সাইটের সম্পাদক উই ঝিলিকে (৩০) বুধবার পুলিশ গ্রেফতার করে। সরকারি নির্দেশ অমান্য করায় দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়াংদং প্রদেশের গুয়াংঝো থেকে তাকে গ্রেফতার করা হয়। টেলিফোনে ঝেং বার্তা সংস্থা এএফপি’কে বলেন, এটা নিয়ে ‘আমি ও তার বাবা-মা অত্যন্ত আতঙ্কিত। আমি এটা ভেবে শঙ্কিত যে, সে বেআইনি কিছু করেছে জোর করে এমন স্বীকারোক্তি আদায়ে অবমাননাকর বিভিন্ন পদ্ধতি ব্যবহার করবে। তার স্বামীর সহকর্মী কা চেংবিংও গ্রেফতার আতঙ্কে রয়েছে।