শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পাকিস্তানকে মূল্য দিতে হবে

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২২:০৫

হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তার মন্তব্য

সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্রুত, দীর্ঘমেয়াদি ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানের ওপর চাপ আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টিকে হালকা করে দেখলে পাকিস্তানকে যে এর জন্য মূল্য দিতে হবে, সেই ব্যাপারেও সতর্ক করে দিল ওয়াশিংটন।

হোয়াইট হাউসের এক পদস্থ কর্মকর্তা বুধবার বলেন, ‘আবারও যদি সন্ত্রাসবাদীরা ভারতের ওপর আঘাত হানে আর জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তৈয়বার মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে ইসলামাবাদ কোনো দীর্ঘমেয়াদি ও ফলপ্রসূ পদক্ষেপ নিতে না পারে, তাহলে পাকিস্তানের জন্য পরিস্থিতিটা অত্যন্ত জটিল হয়ে উঠবে। কারণ, আমেরিকা চায় না, কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাক।’ খবর আনন্দবাজার পত্রিকার।

ওয়াশিংটন কী চাইছে, তা স্পষ্ট করে দিয়ে হোয়াইট হাউসের ওই পদস্থ কর্তা বলেন, ‘পাকিস্তানে জঙ্গি ঘাঁটিগুলোকে পুরোপুরি নির্মূল করা প্রয়োজন। দেখা উচিত সেগুলোতে যেন ফের ঘাঁটি না গাড়তে পারে সন্ত্রাসবাদীরা।’ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ইমরান সরকারের চালানো অভিযানে যে ওয়াশিংটন সন্তুষ্ট নয়, তা বুঝিয়ে দিয়ে তিনি বলেন, ‘যা যা হয়েছে, সেই সবই খুব প্রাথমিক স্তরের। ...আমরা দেখেছি, আগে যাদের গ্রেফতার করা হয়েছে, কিছু দিন পর তারা ছাড়াও পেয়ে গিয়েছে। তাদের পাকিস্তানে নানা জায়গায় ঘুরতেও দেওয়া হচ্ছে। জনসমাবেশে ভাষণও দিতে দেওয়া হচ্ছে।’

এর ফলে যে ইসলামাবাদকে ভবিষ্যতে বিপদে পড়তে হতে পারে, সে কথাও মনে করিয়ে দিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘ঋণের বোঝা হাল্কা করার ব্যাপারে ইসলামাবাদ আন্তর্জাতিক অর্থ তহবিলের কাছে যে অনুরোধ জানাচ্ছে, সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের অনীহা থাকলে, তা মেনে নেওয়ার ব্যাপারে অনিশ্চয়তা দেখা দেবে।’