শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মোবাইল ইন্টারনেট থ্রিজি-ফোরজি ফের চালু

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১৩:১১

মোবাইল ভিত্তিক ইন্টারনেট সেবা থ্রি-জি ও ফোর-জি ফের চালু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার কিছু পর থেকে এই সেবা পাচ্ছেন বলে জানান গ্রাহকরা। মোবাইল অপারেটরদের সূত্রে জানা গেছে, টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা পেয়ে মোবাইল অপারেটর কোম্পানিগুলো থ্রিজি ও ফোর জি চালু করে দেয়।

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে গুজব ও সহিংসতা ঠেকাতে ২৭ ঘণ্টা এই সেবা বন্ধ রাখা হয়। নির্বাচনের আগের দিন শনিবার রাত ১১টা থেকে বন্ধ করে দেয়া হয় এই ইন্টারনেট সেবা। ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন সন্ধ্যায় ফের এই সেবা চালুর কয়েক ঘণ্টার মধ্যেই আবার আবারও তা বন্ধ করে দেয়া হয়।

তবে থ্রিজি ফোরজি বন্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি।

নির্বাচনের দুদিন আগে বৃহস্পতিবার রাত থেকেও প্রায় ১০ ঘণ্টা থ্রিজি ও ফোরজি বন্ধ ছিল। তবে শুক্রবার ফের তা চালু করে দেয়া হয়েছিল।  

আরো পড়ুন: প্রকাশ্যে বিয়ার পান করে বিতর্কে শাস্ত্রী

মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ থাকলেও ব্রডব্যান্ডে ইন্টারনেটে স্বাভাবিক সেবা পেয়েছেন গ্রাহকেরা।

ভোটের আগে ‘অপপ্রচার’ ঠেকাতে ১৩ ডিসেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশনকে (ইসি) ইন্টারনেটের গতি কমানোর প্রস্তাব দেয় পুলিশের গোয়েন্দা বিভাগ।

ইত্তেফাক/কেআই

এ সম্পর্কিত আরও পড়ুন