শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লিংকডইনে লাইভ স্ট্রিমিং সেবা চালু

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৫

লাইভ ভিডিও স্ট্রিমিং সেবা চালু করল পেশাজীবীদের সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট লিংকডইন। নতুন এই সেবার মাধ্যমে লাইভ ভিডিও স্ট্রিমিং করতে পারবেন লিংকডইনের প্রায় ৬০ কোটি গ্রাহক। ফিচারটি আপাতত শুধু মার্কিন গ্রাহকদের কাছে বেটা সংস্করণে চালু করা হয়েছে।

বেশ আগেই প্ল্যাটফর্মটিতে ভিডিও সমর্থন আনা হয়েছে। তারপরও লাইভ ভিডিও যোগ করতে অনেকটা সময় নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে চাইলেই যে কেউ লাইভ ভিডিও প্রচারের সুযোগ পাবে না। লাইভে ভিডিও পরিচালনাকারী কোনো বন্ধু অন্যদের আমন্ত্রণ জানালেই শুধু সেবাটি ব্যবহার করা যাবে।

আরো পড়ুন: ৫০ বছরে বোয়িং ৭৪৭

লিংকডইন লাইভ ফিচারটিতে নজর দেওয়া হয়েছে প্রশ্নোত্তর পর্ব, ইভেন্ট, সম্মেলন, আয়ের হিসাব, পুরস্কার বিতরণী, পণ্য ঘোষণার মতো ভিডিও কনটেন্টগুলো।লিংকডইনে বিনা বাধায় লাইভ ভিডিও স্ট্রিমিং সেবা দিতে সবধরনের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। সূত্র: দ্য ভার্জ

ইত্তেফাক/মোস্তাফিজ

এ সম্পর্কিত আরও পড়ুন