বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তৃতীয় বছরে পদার্পণ করলো ‘ক্রাফ’

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৪

তৃতীয় বছরে পদার্পণ করলো নিরাপদ সাইবার স্পেসের জন্য প্রযুক্তিগত সহায়তাদানকারী প্রতিষ্ঠান ক্রাইম রিসার্চ অ্যানালাইসিস ফাউন্ডেশন (ক্রাফ)। ক্রাফের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মঙ্গলবার আগারগাঁও আইসিটি টাওয়ারে কেক কেটে বর্ষপূর্তি উদযাপনের উদ্ভোবন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

এ সময় উপস্থিত ছিলেন ক্রাফের সভাপতি জেনিফার আলম, মহাসচিব মিনহার মহসিন, পরিচালক এম. মিজানুর রহমান সোহেল, হেড অব অপারেশনস মেহনাজ তাবাসসুম, জাতীয় জরুরি সেবা ৯৯৯ বিভাগের এএসপি মিজানুর রহমান পাটোয়ারী প্রমুখ।

এ বিষয়ে ক্রাফের প্রেসিডেন্ট জেনিফার আলম বলেন, ‘বিগত বছরগুলোতে ক্রাফ জনগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে সেবা প্রদান করে এসেছে। নতুন বছরের শুরুতে ক্রাফ তার সক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি করেছে। এখন থেকে ক্রাফ আরও ব্যাপক পরিসরে কার্যক্রম পরিচালনা করবে।’

আরো পড়ুন: সড়কের বিপজ্জনক খুঁটি সরাতে হাইকোর্টের নির্দেশ

ক্রাফ মহাসচিব মিনহার মহসিন বলেন, ‘সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কীভাবে কাজ করা যায় সেই পরিকল্পনা নিয়েই আমরা তিন বছর কাজ করেছি। আমাদের বর্তমান সক্ষমতা আগের চেয়ে অনেক বেশি। আগামী দিনগুলোতে আমরা সচেতনতা সৃষ্টিমূলক কাজ হতে শুরু করে সাধারণ জনগণকে সাহায্যে আরও ভূমিকায় পালন করবে।’

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন