বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেশের বাজারে সবচেয়ে কম মূল্যের স্মার্টফোন

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২৩:০৬

দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। যার মডেল ‘প্রিমো ডি নাইন’। সুদৃশ্য ডিজাইনের লাল ও কালো রঙের ফোনটির দাম মাত্র ২ হাজার ৯৩০ টাকা।

ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, দেশের বাজারে ‘প্রিমো ডি নাইন’ হচ্ছে সবচেয়ে স্বল্পমূল্যের স্মার্টফোন। অ্যান্ড্রয়েড ওরিও ৮.১ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে পরিচালিত মাল্টি টাস্কিং সুবিধার ফোনটি তৈরি করা হয়েছে সবার ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে। 

৪ ইঞ্চির ডব্লিউভিজিএ ডিসপ্লে সমৃদ্ধ ফোনটির প্রয়োজনীয় গতি ও কার্যক্ষমতা নিশ্চিতে রয়েছে ১.৩ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম এবং মালি-টি৮২০ গ্রাফিক্স, ৮ গিগাবাইট স্টোরেজ, ২ মেগাপিক্সেল ক্যামেরা, ১৪০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি, এলইডি নোটিফিকেশন লাইট, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক এবং রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও।

বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা এবং ১০১ দিনের প্রায়োরিটি সেবাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন ক্রেতা।

ইত্তেফাক/আরকেজি

এ সম্পর্কিত আরও পড়ুন