শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মিরাজের চতুর্থ শিকার পাওয়েল

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৪:১০

মেহেদি হাসান মিরাজের চতুর্থ শিকারে পরিণত হলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক  রোভম্যান পাওয়েল। মিরাজের অফ স্টাম্পের সামান্য বাইরের বল ডিফেন্স করতে চেয়েছিলেন পাওয়েল। কিন্তু বল ব্যাটের কানায় লেগে মুশফিকুর রহিমের গ্লাফসে জমা হয়। প্রতিবেদক লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ৩০ ওভারে ১১৮ রান। 

 

এর আগে চতুর্থ ওভারে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অফ স্পিনারের অফ স্টাম্পের বল ব্যাকফুটে গিয়ে কাট করেছিলেন চন্দ্রপল হেমরাজ। পয়েন্টে নিচু ক্যাচ নেন মোহাম্মদ মিঠুন। হেমরাজ ১৭ বলে ২ চারে করেন ৯ রান। ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙে ১৫ রানে। পরে ড্যারেন ব্রাভোকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে দ্বিতীয় আঘাত আনেন মেহেদি হাসান মিরাজ। মিরাজের মিডিল স্টাম্পের বল ড্রাইভ করতে চেয়েছিলেন ২৬ বলে ১০ রান করা ব্রাভো। কিন্তু বল বাক নিয়ে লেগ স্টাম্পে আঘাত আনে। 

 

মোহাম্মদ সাইফউদ্দিন নিজের দ্বিতীয় ওভারে এসেই স্যামুয়েলসকে আউট করেন।   অফ কাটারের ডেলিভারি শট খেলতে গিয়ে বল ব্যাটের কানায় লেগে স্টাম্প উপড়ে নিয়ে যায়। ৩২ বলে ১৯ রান করে ফেরেন স্যামুয়েলস। আগের ওভারে মারলন স্যামুয়েলসকে ফিরিয়ে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। হেটমায়ার উইকেটে আসায় পরের ওভারে মিরাজকে আক্রমণে আনেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রাউন্ড দ্য উইকেটে করা মিরাজের অফ স্পিনার বল খেলতে গিয়ে এলবিডব্লিউ হন বাঁহাতি ব্যাটসম্যান। 

 

চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শুক্রবার দুপুর ১২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। 

 

এর আগে মিরপুর স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। একই মাঠে পরের ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় ৪ উইকেটে। তাতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ফেরে সমত। তাই আজকের ম্যাচ অঘোষিত ফাইনাল।

 

 

ইত্তেফাক/ইউবি