শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইতিহাস গড়ার দিনে আনুশকাকে নিয়ে মাঠে কোহলি

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৫:১৯

এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের নজির গড়লেন বিরাট কোহলি। ঐতিহাসিক টেস্ট জয়ের দিনেই স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ঘুরলেন ভারত অধিনায়ক।

বিরাট বরাবরই বলে থাকেন, আনুশকাই তার অনুপ্রেরণা। আসলে ২০১৫ সালে বিশ্বকাপে বিরাটের খারাপ ফর্মের জন্য গ্যালারিতে থাকা বান্ধবী অনুশকাকেই দায়ী করেছিলেন ক্রিকেটভক্তরা। সেই বান্ধবী এখন স্ত্রী। সিডনিতে সিরিজ জিতে স্ত্রী আনুশকাকে সঙ্গে নিয়েই গোটা স্টেডিয়াম ঘুরলেন খোশমেজাজে। চার বছর পর সেই অস্ট্রেলিয়াতেই যেন সমালোচকদের জবাব দিলেন তিনি।

ভারতীয় ক্রিকেটে বিভিন্ন সময়ে 'লেডি লাক' ঘুরে ফিরে এসেছে। ২০১৫ সালে বিশ্বকাপে বিরাট কোহলির খারাপ ফর্মের জন্য দায়ী করা হয়েছিল আনুশকার উপস্থিতিকেই৷ অনেকেই আনুশকাকে ‘আনলাকি’ বলেছিলেন সেই সময়। এমনকি বিরাট-আনুশকার প্রেমকাহিনি নিয়েও উঠেছিল বিতর্কের ঝড়৷

আরো পড়ুন: সৌদি আরবে বৈঠকে যোগ দেবে না তালেবান

তবে এসব সমালোচনায় কান না দিয়ে বিরাট কিন্তু আনুশকাকে 'লাকি' বলে এসেছেন। সিডনিতে ইতিহাস গড়ে সেই 'লাকি' আনুশকাকেই কাছে ডেকে নিলেন কোহলি।

ইত্তেফাক/কেআই