বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিডনি ক্রিকেট গ্রাউন্ডের আজীবন সদস্য কোহলি-শাস্ত্রী

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৩:৩৪

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের মাঠে ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং প্রধান কোচ রবি শাস্ত্রীর ক্যারিয়ারে যুক্ত হলো আরেকটি অর্জন। শুক্রবার কোহলি এবং শাস্ত্রীর হাতে আজীবন সম্মানিক সদস্যপদ তুলে দেওয়া হয় সিডনি ক্রিকেট সংস্থার পক্ষ থেকে।

ক্রিকেটে বিশেষ অবদানের জন্য তাদের এই সম্মান জানানো হয়েছে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডের চেয়ারম্যান টোনি শেফার্ড এক বিবৃতিতে বলেছেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ে ভারতীয় দলকে অভিনন্দন জানাচ্ছে এসসিজি। এটা দেখে আরও ভাল লেগেছে যে, বিশ্বের বৃহত্তম ক্রিকেট রাষ্ট্র টেস্ট ক্রিকেটেই সম্পূর্ণ মনোনিবেশ করেছে। এমনই এক পদক্ষেপ যা বিশ্ব ক্রিকেট মানচিত্রে টেস্ট ক্রিকেটকে পুনঃপ্রতিষ্ঠিত করতে দারুণ সাহায্য করবে।’

বিশ্ব ক্রিকেটে হাতে গোনা কিছু ব্যক্তিত্বকেই সম্মাননীয় আজীবনের সদস্যপদ দিয়েছে এসসিজি। সেই তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা এবং ভারতের সচিন টেন্ডুলকার। তাদের পাশে শুক্রবার যুক্ত হয়ে গেল বিরাট কোহলি এবং রবি শাস্ত্রীর নামও।

আরো পড়ুন: ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সিরিয়া

শেফার্ড তার বিবৃতিতে আরও বলেছেন, ‘বিরাট এবং শাস্ত্রী এই অভিযানে ছিলেন সামনের সারিতে। পাঁচ দিনের ক্রিকেটের গুরুত্ব ফিরিয়ে আনতে তাঁদের অবদান ছিল অসাধারণ।’

টুইটারে কোহালির সঙ্গে স্মারক হাতে ছবি পোস্ট করে শাস্ত্রী লিখেছেন, ‘দারুণ সম্মান। আজীবনের এই সদস্যপদ পেয়ে আমি গর্বিত।’

ইত্তেফাক/কেআই