শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আইসিসির নতুন সিইও হচ্ছেন মানু সোহনি

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৮:৫২

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নতুন সিইও হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভুত মানু সোহনি। মঙ্গলবার (১৫ জানুয়ারি) এক মেইল বার্তায় নতুন সিইও-র নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। আইসিসির বর্তমান সিইও ডেভিড রিচার্ডসনের স্থানে নিযুক্ত হবেন সোহনি। 

নিয়োগের চূড়ান্ত ঘোষনা এলেও আগামী জুলাইয়ে ওয়ানডে বিশ্বকাপ শেষে রিচার্ডসনের মেয়াদ শেষের পরেই দায়িত্ব বুঝে পাবেন সোহনি। তবে  ফেব্রুয়ারি থেকেই অনানুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন তিনি।

মনোনয়ন কমিটির সর্বসম্মতিক্রমে নেওয়া সিদ্ধান্তের মাধ্যমেই আইসিসির নতুন  সিইও হিসেবে বাছাই করা হয়েছে সোহনিকে। চলতি সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত এক সভায় পাঁচজনের নামের সংক্ষিপ্ত তালিকা তাকে বেছে নেন মনোনয়ন কমিটির সদস্যরা।

আরও পড়ুন: টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রংপুরের

এর আগে 'সিঙ্গাপুর স্পোর্টস হাব '-র সিইও এবং জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট 'ইএসপিএন ক্রিকইনফো'-র ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন সোহনি।

ইত্তেফাক/জেডএইচডি