চলমান মৌসুমের ব্যালন ডি’অর জুভেন্টাসের ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার এ্যান্টোনি গ্রিজম্যান। তিনি বলেন, ‘চলতি মৌসুমে দুর্দান্ত খেলেছেন বুফন। তাই এবারের ব্যালন ডি’অর বুফনকেই দেয়া উচিত।’
গেল নয় বছরে ধরে ব্যালন ডি’অর জিতে চলেছেন লিওনেল মেসি, নয়তো ক্রিস্টিয়ানো রোনালদো। তাই ব্যালন ডি’অরের ট্রফি সীমাবদ্ধ আছে মেসি বা রোনালদোর মধ্যেই। তবে চলমান মৌসুমের ব্যালন ডি’অর বুফনকে দেয়া উচিত বলে জানান গ্রিজম্যান।
বুফনের প্রশংসা করে গ্রিজম্যান বলেন, ‘দুর্দান্ত পারফরমেন্স দিয়েই জুভেন্টাসকে ফাইনালে তুলেছেন বুফন। সবার চেয়ে এই মৌসুমে বুফনের পারফরমেন্স ছিলো ভিন্ন রকম। তাই বুফনের হাতেই এবারের ব্যালন ডি’অর তুলে দেয়া উচিত।’
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিতবে জুভেন্টাস বলে মন্তব্যও করেন গ্রিজম্যান। তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতবে জুভেন্টাস। যোগ্য দল হিসেবেই সেরার মুকুট পড়বে জুভেন্টাস। এরপরই বুফনের হাতে ব্যালন ডি’অর দেয়া উচিত।’
আগামী মৌসুমে অ্যাথলেটিকো ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিবেন গ্রিজম্যান, এমন জল্পনা কয়েকদিন ধরে ইউরোপের ফুটবলে। তবে এমন জল্পনা উড়িয়ে দিয়েছেন গ্রিজম্যান নিজে। তিনি বলেন, ‘আমি ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবি না। অ্যাথলেটিকোতে দারুণ সময় কাটছে আমার। এখানে আমি বেশ ভালো আছি। আর যদি কখনো অ্যাথলেটিকো ছেড়েও দিই, তবে এনবিএ-তে যাবো।’ গোল ডটকম/ বাসস।