শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চলতি বিপিএলে প্রথম দুই শতাধিক রানের ইনিংস

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২২:২৪

বিপিএলের ষষ্ঠ আসরে প্রথমবারের মতো দুইশ প্লাস রান হল। শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে চিটাগং ভাইংকিংস করেছে চার উইকেটে ২১৪ রান।

কিছুটা সতর্ক সূচনা করেছিলেন ক্যামেরন দেলপোর্ট ও মোহাম্মদ শেহজাদ। তবে ছয় ওভারের মধ্যে দলীয় ৫৬ রানে এই দুজন আউট হয়ে যান। এর মধ্যে শেহজাদ ৩৩ বল থেকে তিনটি চার ও তিনটি ছক্কার মারে করেন ৩৩ রান।

এরপর ইয়াসির আলী, মুশফিকুর রহিম ও দাসুন সানাকার দারুণ ব্যাটিংয়ে চিটাগং ইনিংস শেষ পর্যন্ত দুইশ রান ছাড়ায়। ৩৬ বল থেকে পাঁচটি চার ও তিনটি ছক্কার মারে ইয়াসির ৫৪, ৩৩ বল থেকে ৮টি চার ও একটি ছক্কার মারে মুশফিক ৫২ এবং ১৭ বল থেকে তিনটি চার ও চারটি ছক্কার মারে সানাকা করেন ৪২ রান।

প্রথম ছয় ম্যাচ থেকে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চিটাগং। অপরদিকে এক জয়ে মাত্র দুই পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান খুলনার।

ইত্তেফাক/কেআই