শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইমাম-হাফিজে ওডিআইতে জয়ে শুরু পাকিস্তানের

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০৯:৩২

তিন ম্যাচ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডেতে জয়ে শুরু করেছে পাকিস্তান। ইমাম-উল হক ও মোহাম্মদ হাফিজের দারুণ ব্যাটিংয়ে প্রোটিয়াদের পাঁচ উইকেটে হারিয়েছে দলটি। এতে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকল সরফরাজ বাহিনী।

গতকাল টস জিতে শুরুতে ব্যাট করে হাশিম আমলা ও রাশি ভন দার ডুসেনের ব্যাটে দুই উইকেটে ২৬৬ রান করে দক্ষিণ আফ্রিকা। আমলা ১২০ বল থেকে ৭টি চার ও একটি ছক্কার মারে ১০৮ রান করেন। আর ১০১ বল খেলে ৬টি চার ও ৩টি ছক্কার মারে ডুসেন করেন ৯৩ রান।

জবাব দিতে নেমে টপ অর্ডারের দৃঢ়তায় পাঁচ বল বাকি থাকতেই পাঁচ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ওপেনার ইমাম-উল হক ১০১ বল খেলে ৫পাঁচটি চার ও ২টি ছক্কার মারে ৮৬ রান করেন তিনি।

আরও পড়ুন: খুলনায় মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২৯

এছাড়া ৬৩ বল থেকে ৮টি চার ও দুটি ছক্কার মারে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলায় হাফিজ ম্যাচসেরার পুরষ্কার পান। এছাড়া বাবর আজম করেন ৪৯ রান। প্রোটিয়া বোলারদের মধ্যে দুয়ান ওলিভিয়ার দুটি উইকেট নেন।

ইত্তেফাক/কেআই