শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাংলাদেশে কাশ্মীরী শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন আফ্রিদি

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৪:৩১

কাশ্মীর থেকে অনেক শিক্ষার্থী বাংলাদেশে আসে উচ্চশিক্ষা নিতে। এমনই কিছু মেডিকেল শিক্ষার্থীর সঙ্গে সময় কাটালেন পাকিস্তানের ক্রিকেট তারকা শহীদ আফ্রিদি। যিনি বিপিএলে খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।

টুর্নামেন্টের মাঝে কাশ্মীরীদের সঙ্গে হঠাৎই দেখা করেন আফ্রিদি। পাকিস্তানের তারকা ক্রিকেটারকে হাতের নাগালে পেয়ে উচ্ছ্বসিত হয় কাশ্মীরী শিক্ষার্থীরাও।

বাংলাদেশে পড়তে আসা কাশ্মীরী শিক্ষার্থীদের তিনি উৎসাহও যোগান। শিক্ষার্থীদের সঙ্গে তোলা ছবি পোস্ট করে টুইটারে আফ্রিদি লিখেন, ‘স্কলারশিপ নিয়ে ডাক্তারি পড়তে আসা ছেলেমেয়েদের সঙ্গে দারুণ আলাপ হল। কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমাদের জনগণকে গর্বিত কর।’

আরও পড়ুন: একে অপরের গোপন কথা জানেন প্রিয়াঙ্কা-পরিনীতি

উল্লেখ্য, আফ্রিদি বরাবরই কাশ্মীর নিয়ে উদ্বিগ্ন থাকেন। তিনি মনে করেন, কাশ্মীরের মানুষের উপর দিনের পর দিন অন্যায় হচ্ছে। তিনি সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন।

ইত্তেফাক/কেআই