শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শ্রীলংকার বিপক্ষে অস্ট্রেলিয়া দলে প্যাটারসন

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৪:১০

শ্রীলংকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দলে অন্তর্ভূক্ত হয়েছেন ইন-ফর্ম ব্যাটসম্যান কার্টিস প্যাটারসন। ভারতের বিপক্ষে হোম সিরিজে ব্যাটিং বিপর্যয়ের কারণেই দলে নতুন করে প্যাটারসনকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

 

২৫ বছর বয়সী নিউ সাউথ ওয়েলসের এই ব্যাটসম্যান গত সপ্তাহে হোবার্টে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে ব্যাক-টু-ব্যক সেঞ্চুরি করেছেন। জাতীয় নির্বাচক ট্রেভর হনস এক বিবৃতিতে বলেছেন, ‘দেশজুড়ে সব ব্যাটসম্যানদের সামনে আমরা একটি বার্তাই পৌঁছে দিয়েছি জাতীয় দলে আসতে হলে সেঞ্চুরি করেই আসতে হবে। এনএসডব্লিউ’র হয়ে ধারাবাহিক পারফরমেন্সের কারণেই কার্টিস দলে এসেছেন। শ্রীলংকার বিপক্ষে অনুশীলন ম্যাচে পরপর দুটি সেঞ্চুরি করে তিনি নিজেকে প্রমাণ করেছেন। আমরা বিশ্বাস করি যোগ্যতার ভিত্তিতেই কার্টিস টেস্ট দলে জায়গা পেয়েছেন।

 

ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়া ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ১৮৮২-৮৩ সালের পর চার কিংবা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজে প্রথমবারের মত কোন অস্ট্রেলিয়ানই তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।

 

বৃহস্পতিবার থেকে ব্রিসবেনে শুরু হবে দিবা-রাত্রির প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ক্যানবেরায়।

 

ইত্তেফাক/এএম