শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক কে?

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ০৪:২০

ওয়ানডে বিশ্বকাপের আর কয়েকটা মাত্র মাস বাকি। বেশিরভাগ দল তাদের স্কোয়াড গুছিয়ে ফেলেছে। এই সময় পাকিস্তান ক্রিকেট বোর্ড জানাল, তারা এখনো পরিষ্কার না যে, সরফরাজ আহমেদই বিশ্বকাপে পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন কি না। 

সরফরাজ আপাতত তিন ফরম্যাটেই পাকিস্তান দলের অধিনায়ক। এই মুহূর্তে অবশ্য বর্ণবাদী মন্তব্য করার অপরাধে তাকে নিষিদ্ধ রেখেছে আইসিসি। তার বদলে দলের নেতৃত্ব দিচ্ছেন শোয়েব মালিক। কিন্তু এই নিষেধাজ্ঞার সঙ্গে বিশ্বকাপে অধিনায়কত্বের কোনো সম্পর্ক নেই। এই সমস্যাটা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের নীতির কারণে। 

আরও পড়ুন: প্রেমিকের জন্য পুরস্কার অনুষ্ঠানে অনুপস্থিত টেইলর

তারা বলছে, তারা এখন ‘সিরিজ-বাই-সিরিজ’ অধিনায়ক ঠিক করছে। যদিও দায়িত্ব নেওয়ার পর নতুন সভাপতি এহসান মানি বলেছিলেন, সরফরাজই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিবেন। কিন্তু গতকাল পিসিবির এক মুখপাত্র বলেছেন, এটা পিএসএলের পর বোর্ড ঠিক করবে।

ইত্তেফাক/আরকেজি