শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতকে ২২০ রানের লক্ষ্য দিল কিউইরা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৯

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর প্রথম টি-টোয়েন্টিতেই নিজেদের শক্তির জানান দিল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ২১৯ রানের বড় স্কোর গড়েছে দলটি। জয়ে শুরু করতে হলে ২২০ রান করতে হবে ভারতকে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার টিম সেইফার্ট ও কলিন মুনরো ৮৬ রানের জুটি গড়েন। এরপর মুনরো আউট হয়ে যান। আউট হওয়ার আগেই ২০ বল থেকে দুটি চার ও দুটি ছক্কার মারে করেন ৩৪ রান।

মুনরো ফিরে গেলেও সেইফার্ট ঝড় চলতে থাকে। দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনকে নিয়ে যোগ করেন আরও ৪৮ রান। এরপর সেইফার্ট আউট হয়ে যান। তবে কাজের কাজটি আগেই করে যান ৪৩ বল থেকে ৭টি চার ও ৬টি ছক্কার মারে ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলে।

আরও পড়ুন: বন্দুক আর গো-রক্ষক দিয়ে দেশ চলে না: মমতা

পরবর্তী ব্যাটসম্যানদের মধ্যে রস টেলর ও স্কট কুজেলেইন সেই ঝড় অব্যাহত রাখেন। তারা বড় স্কোর গড়ার সুযোগ না পেলেও দলীয় স্কোরকে নিয়ে যান বড় জায়গায়। টেলর ১৪ বল থেকে করেন ২৩ রান। আর কুজেলেইন ৭ বল থেকে ২০ রান করে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে হার্দিক পান্ডে সর্বোচ্চ দুটি উইকেট নেন।

ইত্তেফাক/কেআই