শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দ্বিতীয় ওয়ানডেতেও ৮ উইকেটের হার বাংলাদেশের

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৩

নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও আট উইকেটে হেরেছে সফরকারী বাংলাদেশ। ব্যাটে-বলে সিরিজের প্রথম ম্যাচের কপিই বলা যায় দ্বিতীয় ম্যাচটিকে। দুইটি ম্যাচেই শতরান করে নিউ জিল্যান্ডের জয়ে অবদান রেখেছেন মার্টিন গাপটিল। বিপরীতে বাংলাদেশের পক্ষে দুদিনই এক লড়াই চালিয়েছেন মোহাম্মদ মিঠুন।

 

আজ শনিবার ক্রাইস্টচার্চের হাগলি ওভাল স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠান নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। নির্ধারিত ৫০ ওভারের ২ বল বাকি থাকতে সব উইকেট হারিয়ে ২২৬ রান সংগ্রহ করে সফরকারীরা। ২২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা। নিউ জিল্যান্ডের পক্ষে গাপটিল ৮৮ বলে ১১৮ রানের একটি নান্দনিক ইনিংস খেলেছেন। বাংলাদেশের পক্ষে দুটি উইকেটই পেয়েছেন মুস্তাফিজুর রহমান।

আরো পড়ুন: বার্সেলোনায় মেয়াদ বাড়লো কোচ ভালভার্দের

এর আগে সিরিজের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডকে ২৩৩ রানের লক্ষ্য দিতে সক্ষম হয় বাংলাদেশ। সেদিনও গাপটিলের ১১৭ রানের ইনিংসে ভর করে সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা।

 

ইত্তেফাক/এএম

 

ইত্তেফাক/এএম