শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এবার জিরোনার কাছে হেরেই বসলো রিয়াল

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০১

গত কয়েক ম্যাচে ভালো ফলাফলের পর লা লিগার স্বপ্ন দেখা শুরু করেছিলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে স্থায়ী হলো না সেই স্বপ্ন। ঘরের মাঠে জিরোনার কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে নেমে গেছে দলটি। তাদের এই হারের সুযোগ নিয়ে আগের দিন জয় পাওয়া অ্যাটলেটিকো মাদ্রিদ উঠে এসেছে তালিকার দ্বিতীয় স্থানে। এদিকে লিওনেল মেসির একমাত্র গোলে লা লিগায় ভায়াদোয়িদের বিপক্ষে কষ্টার্জিত এক জয় পেয়েছে শিরোপাধারী বার্সেলোনা।

সাম্প্রতিক সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জেতা রিয়াল রবিবার জিরোনার বিপক্ষে শুরুতেই এগিয়ে ছিলো। ২৪তম মিনিটে গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরো। তবে বিরতির পর ম্যাচে ফেরে জিরোনা। ৬৫ মিনিটে রিয়ালের বিপৎসীমায় সার্জিও রামোসের হ্যান্ডবলে পেনাল্টি পায় জিরোনা। সেখান থেকে সফরকারীদের সমতায় ফেরান ক্রিশ্চিয়ান স্টুয়ানি। এর মিনিট দশেক পর দলটির স্প্যানিশ ফরোয়ার্ড পরতুর নিচু হেড রিয়াল গোলরক্ষক ঠেকাতে ব্যর্থ হলে ২-১ গোলে পিছিয়ে পড়ে রিয়াল। এরপর আর ম্যাচে ফেরা হয়নি রিয়ালের।

ফলে ২৪ ম্যাচ থেকে ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার তিনে নেমে গেলো রিয়াল। সমান সংখ্যক ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকায় একধাপ এগোলো তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো। অন্যদিকে শিরোপাধারী বার্সেলোনা সমান ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।

ইত্তেফাক/এএম