বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তানকে দুই পয়েন্ট দেব কেন, প্রশ্ন শচিনের

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৫

বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে খেলা উচিত কি উচিত না, সেই প্রশ্নকে উড়িয়ে দিলেন শচিন টেন্ডুলকার। ক্রিকেট জীবনে যিনি সব চেয়ে বেশি পাক বোলিংকে চূর্ণ করেছেন, সেই ‘মাস্টার ব্লাস্টার’ বলে দিলেন, ম্যাচ বয়কট করে পাকিস্তানকে দুই পয়েন্ট উপহার দিতে তিনি ঘৃণা বোধই করতেন। 

শচিন বলেন, ‘বিশ্বকাপে সবসময়ই পাকিস্তানকে টেক্কা দিয়েছে ভারত। ফের ওদের হারানোর সময় হয়েছে। আমি ব্যক্তিগত ভাবে ঘৃণা বোধ করতাম, না খেলে দুই পয়েন্ট উপহার দিতে। তাতে তো ওদেরই সুবিধা করে দেওয়া হবে।’ 

পুলওয়ামার সন্ত্রাসী হানার ঘটনাকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনেও পাকিস্তানকে বয়কট করার ডাক দিয়েছে ভারত। প্রাক্তন ক্রিকেটারদের কেউ কেউ ডাক দিয়েছেন বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কট করার। এই দলে সৌরভ গাঙ্গুলি, মোহাম্মদ আজহারউদ্দিন ও হরভজন সিংহের মতো প্রাক্তনরা রয়েছেন। 

আরও পড়ুন: আগুন খেয়ে জাদুকরের মৃত্যু

তবে শচিনের মতো একইভাবে ম্যাচ বর্জনের মতো আত্মঘাতি সিদ্ধান্ত না নেয়ার বিপক্ষে সুনীল গাভাস্কার। আর দলটির সাবেক ক্রিকেটার ও বর্তমানে প্রধান কোচ রবী শাস্ত্রী পরিস্থিতি পর্যালোচনার দায়িত্ব ছেড়ে দিয়েছেন সরকারের উপরই।
 
ইত্তেফাক/কেআই