শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নেইমার-এমবাপের চোটে পিএসজির দুশ্চিন্তা

আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১২:১৯

দুই তারকা ফুটবলারের ইনজুরিতে কপালে ভাজ পড়ছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির ম্যাচ রয়েছে লিভারপুলের সঙ্গে। সেই ম্যাচের আগে বড় দুই তারকার ইনজুরি দলটির জন্য অবশ্যই দুশ্চিন্তার কারণ। 

বিশ্বকাপের আগে দীর্ঘদিন ইনজুরিতে ভুগেছেন। সেই নেইমার নতুন করে ইনজুরিতে পড়েছেন। ক্যামেরুনের সঙ্গে প্রীতি ম্যাচে পেশিতে চোট পেয়েছেন তিনি। খেলার ৬ মিনিটে আঘাত পাওয়ার কারণে মাঠ ছাড়তে হয় তাকে। তার পরিবর্তে নামা রিচার্লিসনের একমাত্র গোলেই ব্রাজিল ও এই ম্যাচে জয় পায়।

যদিও এই চোট কতটা গুরুতর নিশ্চিত তা নিশ্চিত নয়। ব্রাজিলের দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেছেন, সে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। তার বিষয়ে পর্যালোচনার জন্য কিছুটা সময় দরকার। এ জন্য স্ক্যান করা হবে। কিন্তু আপাতদৃষ্টিতে মনে হচ্ছে চোট ততোটা গুরুতর নয়।  

শুধু নেইমার নন, পিএসজির আরেক তারকা এমবাপেও চোট পেয়েছেন। উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন তিনি।

ইত্তেফাক/কেআই