বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতের কাছে পাকিস্তানের ক্ষতিপূরণের দাবি নাকচ

আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১৪:১৩

ভারতের কাছে পাকিস্তানের বিপুল অঙ্কের ক্ষতিপূরণের দাবি খারিজ করে দিল আইসিসি। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না, বলে ৭ কোটি ডলার ক্ষতি হয়েছে এমন দাবি করে বিসিসিআই এর কাছে ক্ষতিপূরণের মামলা করে পিসিবি। তিন দিনের শুনানি শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়ে দেয় পিসিবির দাবি মেনে বিসিসিআইকে কোনো টাকা দিতে হবে না। 

পিসিবির দাবি অনুযায়ী, ২০১৫ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ভারত-পাকিস্তানের মধ্যে ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য সমঝোতা স্বাক্ষরিত হয়। কিন্তু ভারত জানিয়ে দেয় রাজনৈতিক টানাপোড়েনে সেই সিরিজ খেলা সম্ভব নয়। এরপরই ভারতের কাছে বড় অঙ্কের ক্ষতিপূরণ চেয়ে মামলা করে পিসিবি।

গত ১ থেকে ৩ অক্টোবর দুবাইয়ে আইসিসির সদর দফতরে এই নিয়ে শুনানিও হয়। মঙ্গলবার আইসিসির বিবিৃতিতে জানানো হয়েছে, ‘তিন দিনের শুনানি শেষে দুই পক্ষের মৌখিক ও লিখিত তথ্যের ভিত্তিতে, ডিসপিউট প্যানেল ভারতের বিরুদ্ধে পিসিবির দাবি খারিজ করেছে।’

আইসিসির এই বিবৃতির প্রেক্ষিতে বিসিসিআইয়ের সুপ্রিম কোর্ট নিযুক্ত সিওএ-র প্রধান বিনোদ রাই জানান, ‘আমরা এই রায়ে খুশি। পিসিবি যে চিঠিটা দিয়েছিল সেটা স্রেফ একটা প্রস্তাব ছিল। আইসিসিকে ধন্যবাদ।’

এই মামলার আইনি খরচ তোলার জন্য পিসিবির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে পাল্টা মামলা করবে ভারতীয় ক্রিকেচট বোর্ড।

ইত্তেফাক/কেআই