বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাকিবের পাশে বিসিবি

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০৯:৩২

নিউজিল্যান্ডের বিপক্ষে একের পর এক ম্যাচ হারতে হারতে বিসিবির কর্মকর্তারাও বিব্রত। সমালোচনা যেন পিছু ছাড়ছে না। বিসিবি কর্মকর্তারা নানা ভাবে হারের ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন। নানা প্রশ্নবাণে জর্জরিত হচ্ছেন। রাজধানীর একটি হোটেলে আইসিসি এবং কোকা-কোলার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করার ঘোষণার দিনে বিসিবির মিডিয়া ম্যানেজার জালাল ইউনুস জানিয়েছেন হারের একাধিক কারণ। তিনি মনে করছেন, ‘প্রস্তুতির অভাব, নিউজিল্যান্ডের আবহাওয়া ভালো ছিল না, খেলোয়াড়দের ইনজুরি এবং শীর্ষ খেলোয়াড়দের না থাকা হারের কারণ।’

নিউজিল্যান্ডে যেতে পারেননি পোস্টারবয় সাকিব আল হাসান। তাঁর আঙুলে চোট ভালো হয়নি। ইনজুরির কারণে তাঁর অনুপস্থিতি ভোগাচ্ছে দলকে। সাকিব থাকলে নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিং এবং ব্যাটিংয়ে আরও বেশি সুবিধা পেত বাংলার ক্রিকেটাররা। প্রশ্ন উঠছে সিরিজ খেলতে যাওয়ার আগে সাকিব নানা ভাবে ইনজুরিতে ভোগেন। কিন্তু ভারতের আইপিএল খেলতে যাওয়ার আগে তাঁর ইনজুরি উধাও হয়ে যায়। কেন? এমন প্রশ্নে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাকিবের পক্ষেই সমর্থন দেন। তাঁর ইনজুরিকে গুরুত্ব দিয়ে জালাল ইউনুস বলেন, ‘তাঁর (সাকিব) আঙুলের ইনজুরিটা আগে থেকেই। এটাকে অন্যভাবে দেখাটা ঠিক হবে না।’

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলার ক্রিকেটারদের পারফরম্যান্স আবারো বলে দিচ্ছে লংগার ভার্সনের ক্রিকেটের কথা। বিশেষ করে যাদের ওপর জাতীয় দলের নির্ভরতা তারা লংগার ভার্সনের ক্রিকেটে খুব একটা আগ্রহ দেখান না। সেটি জালাল ইউনুসের মুখ থেকেই বেরিয়ে এলো। বলছিলেন, ‘লংগার ভার্সনের ক্রিকেটটা আরও বেশি খেলা উচিত।’

কোকা-কোলা আগামী পাঁচ বছরের জন্য আইসিসির নন-অ্যালকোহলিক পানীয়ের অংশীদার হিসেবে থাকবে। ‘ইংল্যান্ডে যাও, স্টেডিয়াম মাতাও’—শিরোনামে নতুন এই ক্যাম্পেইনের ঘোষণা দেয় তারা। কোকা-কোলা পানকারী বিজয়ীরা মাঠে বসে বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ দেখতে পারেন। কিংবা জিতে নিতে পারেন একটি করে স্মার্টফোন।

ইত্তেফাক/কেআই