শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেশের উদ্দেশে রওনা হয়েছেন ক্রিকেটাররা

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১১:৩৪

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশের ক্রিকেটার দেশের উদ্দেশে রওনা হয়েছেন।

 

শনিবার ভোররাত ৩টায় ক্রিকেটাররা ক্রাইস্টচার্চ বিমানবন্দরে পৌঁছান। বাংলাদেশ সময় ভোর ৫টায় সিঙ্গাপুর এয়ারলাইনসে বাংলাদেশ দলের ১৯ সদস্যের দেশের উদ্দেশে রওনা হয়েছেন।

 

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ গণমাধ্যমকে বলেন,শনিবার স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় ভোর ৫টা) আমরা রওনা দেব। আশা করি ঢাকায় পৌঁছাব রাত ১০টা ৪০ মিনিটে।

 

এর আগে ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে হামলার ঘটনায় বাতিল করা হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শেষ টেস্টটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সেখানে খেলার কোনো পরিস্থিতি নেই। তাই দু'দলের ক্রিকেট বোর্ড আলোচনা করে শেষ ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রবিবার টুঙ্গিপাড়া যাচ্ছেন

শুক্রবার জুমার নামাজের সময় দু’টি মসজিদে চালানো ভয়াবহ হামলায় অন্তত ৪৯ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি রয়েছেন। অল্পের জন্য বেঁচে গেছেন বাংলাদেশি ক্রিকেটাররা।

 

হামলায় জড়িত থাকার অভিযোগে মূল হামলাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের সরকার এবং রাষ্ট্র প্রধানরা নৃশংস হামলার কঠোর নিন্দা জানিয়েছেন

 

ইত্তেফাক/এমআরএম