বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিশ্বকাপ দিয়েই ডুমিনির বিদায়

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১১:২১

আসন্ন বিশ্বকাপের পর এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জেপি ডুমিনি। কাঁধের ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর সদ্যই প্রোটিয়া দলে ফেরা ৩৪ বছর বয়সী জাতীয় দলের হয়ে ১৯৩ ওয়ানডে ম্যাচ খেলছেন। ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেও প্রোটিয়া দলের হয়ে টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন ডুমিনি। 

ডুমিনি গতকাল বলেন, ‘গত কয়েক মাস মাঠের বাইরে থাকায় নিজের ক্যারিয়ার সম্পর্কে পুনঃপর্যালোচনা করার একটা সুযোগ পেয়েছি এবং কিছু বিষয়ে ভবিষ্যতের লক্ষ্য অর্জনের সিদ্ধান্ত নিয়েছি। আমি ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা অব্যাহত রাখবো। তবে পরিবারের জন্য আরো বেশি সময় দেব। খেলোয়াড়ি জীবনে অকুণ্ঠ সমর্থন পাওয়ায় সতীর্থ, কোচ পরিবার, বন্ধু-বান্ধবসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

আরও পড়ুন: পাঁচবিবিতে স্কুলছাত্রের জবাই করা মরদেহ উদ্ধার

ডুমিনি ১৯৩ ম্যাচ থেকে করেছেন ৫৯৮০ রান। আর ২০ রান হলেই যোগ দেবেন ছয় হাজারি ক্লাবে। তাছাড়া বিশ্বকাপের গ্রুপপর্বে অন্তত সাতটি ম্যাচ খেলতে পারলে ক্যারিয়ারে ২০০ ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করবেন। ব্যাটিং ক্যারিয়ারে তার রয়েছে চারটি সেঞ্চুরি ও ২৭টি হাফসেঞ্চুরি। বল হাতেও নিয়েছেন ৬৮ উইকেট। 

ইত্তেফাক/কেআই