শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কোলকাতাকে কঠিন টার্গেট হায়দরাবাদের

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২০:৫৫

ডেভিড ওয়ার্নার ও শংকরের ব্যাটে ভর করে ১৮১ রান করলো সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচটি জিততে হলে কোলকাতাকে করতে হবে ১৮২ রান।

রবিবার ইডেন গার্ডেনে আইপিএলের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বোলিং নেয় কোলকাতা নাইট রাইর্ডাস। ফলে ব্যাটিং করে অলরাউন্ডার সাকিব আল হাসানের দল হায়দরাবাদ।

দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন ডেভিড ওয়ার্নার। ৫৩ বলে এই রান করেন তিনি। ১৬ তম ওভারে আন্দ্রে রাসেলের বলে কভারে উথাপ্পার হাতে ক্যাচ দিয়ে আউট হন। ওয়ার্নারের ইনিংস সাজানো ৯টি চার ও ৩টি ছয় দিয়ে।

আরো পড়ুন: বক্স অফিসে ফের অক্ষয়ের দাপট

আর বিজয় শংকরের ব্যাট থেকে আসে ৪০ রান। তিনি অপরাজিত ছিলেন। সবশেষ নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৮১ রান করে হায়দরাবাদ।

এদিকে চোটের কারণে অধিনায়ক কেন উইলিয়ামসনকে আজকের ম্যাচে খেলতে পারেনি। তার পরিবর্তে সানরাইজার্সকে নেতৃত্ব দিচ্ছেন ভুবনেশ্বর কুমার।

ইত্তেফাক/জেডএইচ