শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হঠাৎ অন্ধকারে ইডেন গার্ডেন্স, খেলায় বিঘ্ন

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১০:০৪

আইপিএল-এর ম্যাচ চলাকালে অন্ধকারে ডুবল ইডেন গার্ডেন্স স্টেডিয়াম। রবিবার ইডেনে কলকাতা বনাম হায়দরাবাদ ম্যাচ চলাকালে হাইকোর্ট প্রান্তের ফ্লাডলাইটের কিছু আলো বন্ধ হয়ে যায়। প্রায় ১৪ মিনিট বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়।  

২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও একই ঘটনা ঘটেছিল। সেই ঘটনা আবার ফিরে এল ইডেন গার্ডেন্সে। এবারও সেই হাইকোর্ট প্রান্তের বাতিস্তম্ভে আলো নিভল। ইডেন গার্ডেন্সের ফ্লাডলাইটের সংস্কারের পরেও একই ঘটনা দেখা দিল। হায়দরাবাদের ইনিংস নির্বিঘ্নে মিটলেও কলকাতার ইনিংস চলাকালে ১৬তম ওভারে হঠাৎ আলো কমে যাওয়ায় খেলা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

ওভারের তৃতীয় বল করতে যাচ্ছিলেন রাশিদ খান। সেই সময় স্ট্রাইকিং প্রান্তে থাকা নীতিশ রানা হঠাৎ দেখান হাইকোর্ট প্রান্তের ফ্লাডলাইটের কিছু আলো নিভে গিয়েছে। কেকেআর তখন ১৫.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৮ রান তুলেছে। ঘড়ির কাঁটায় স্থানীয় সময় তখন ৭:১৮ মিনিট। বিদ্যুৎ বিভ্রাটে খেলা বন্ধ হওয়ায় কেকেআর স্ট্র্যাটেজিক টাইম আউট নিয়ে নেয়৷ নির্ধারিত আড়াই মিনিটে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়নি। 

আরও পড়ুন : 'মার্কিন নির্বাচনে রাশিয়ার প্রভাব ছিল না'

পুরোপুরি সমস্যা মিটে গেলে ফের প্রায় সাড়ে সাতটা নাগাদ খেলা শুরু হয়। তারপরই ইডেনে রাসেল ঝড় দেখা দিল। শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় কলকাতা। সর্টসার্কিটের কারণেই বাতিস্তম্ভের কয়েকটি আলো নিভে যায় বলে সরকারিভাবে জানানো হয়েছে।

ইত্তেফাক/কেআই