শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফ্যাব্রেগাসের ছেলের ‘ব্যাপটিজমে’ পুত্রসহ মেসি

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১২:১১

সেস ফ্যাব্রেগাস ও লিওনেল মেসির বন্ধুত্বটা দীর্ঘদিনের। সেই শৈশব থেকে ন্যু ক্যাম্পের ড্রেসিংরুমটা তারা ভাগাভাগি করছেন। তাই একজনের পারিবারিক অনুষ্ঠানে আরেকজন থাকবে না, এটা যেন হতে পারে না! ফ্যাব্রেগাসের এক বছর বয়সী ছেলের ব্যাপটিজম (খ্রিষ্টানরা ধর্মমতে সন্তানের নাম রাখে) অনুষ্ঠানে রবিবার দুই ছেলেসহ হাজির হলেন আর্জেন্টাইন সুপারস্টার। 

মেসির বড় ছেলে থিয়াগোর বয়স এখন ছয় বছর। অপরদিকে মেজো ছেলে মাতেওর বয়স তিন বছর। এই দুই ছেলেকে নিয়ে স্যুটেড বুটেড হয়ে হাজির হন ফ্যাব্রেগাসের পারিবারিক অনুষ্ঠানে।  
 
আপাতত জাতীয় দলের দায়িত্ব পালনে এখন ক্লাব থেকে ছুটিতে আছেন মেসি। এর মধ্যে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ী হওয়া ম্যাচে হাল্কা চোট পেলেও আপাতত তিনি রয়েছেন ফুরফুরে মেজাজে। এ অবস্থায় তাই বন্ধুত্বের দাবি পুরণে চলে গেছেন ফ্যাব্রেগাসের পারিবারিক অনুষ্ঠানে। 

আরও পড়ুন : মানিকগঞ্জের ৬ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ জয়ী

বার্সায় মেসি এবারও দারুণ একটি মৌসুম কাটাচ্ছেন। ইতোমধ্যে ৩৭ ম্যাচ থেকে ৩৯ গোল করেছেন। আগামী শনিবার এস্পানিওলের বিপক্ষে ক্লাবের দায়িত্বে ফিরবেন।

ইত্তেফাক/কেআই