শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘আমি শচীন-ম্যাকগ্রা না যে মানুষ আমার কথা স্মরণ রাখবে’

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৯:১৩

২০১৯ বিশ্বকাপের পর আর ক্রিকেট খেলবেন না মাশরাফি বিন মুর্তজা। এর মধ্যেই হঠাৎ করে তিনি জানালেন, এবার জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। ফলে বিশ্বকাপের আগেই তাকে লড়তে হবে একটা নির্বাচনে। আর সেই নির্বাচনের আগে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ।

মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাশরাফি বললেন, তার মনোযোগ এখনও পুরোটা ক্রিকেটেই। এই সিরিজ শেষ হলে তবে নির্বাচন নিয়ে ভাববেন ওয়ানডে অধিনায়ক।

তিনি বলেন, ‘আমার ক্যারিয়ার অবশ্যই শেষের দিকে। না আমি শচীন টেন্ডুলকার না আমি ম্যাকগ্রা যে আমার কথা মানুষ স্মরণ রাখবে। আমি আমার মত করেই ক্রিকেটটা খেলেছি। আমার স্ট্রাগলিং লাইফে যতটুক পেরেছি খেলেছি। তবে আমি সবসময় এঞ্জয় করেছি মানুষের জন্য কাজ করতে পারা। এটা আমার ছোটবেলার শখ ছিল বলতে পারেন। যেই সুযোগটা আমি বললাম, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে, বৃহৎ পরিসরে যদি কিছু করা যায়।’

নির্বাচনে নড়াইলবাসীর সমর্থন  প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘সাপোর্ট আলহামুদুলিল্লা ভাল আছে। আমি পারসোনালি এখনি যেতে পারিনি তাই টোটালি বলাটা কঠিন। খেলার পরে গেলে বুঝতে পারব।’

ইত্তেফাক/জেডএইচ