শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাবিবুল বাশারের পাশে মাশরাফি

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১১:৩৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে দিয়ে গতকাল আরও একটি মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে ৬৯ ম্যাচে নেতৃত্ব দানে হাবিবুল বাশার সুমনের রেকর্ড স্পর্শ করেছেন মাশরাফি।

কারণ ৬৯টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশারও। ৬৯টি ম্যাচ দলকে নেতৃত্ব দিয়ে তিনি দলকে ২৯টি ম্যাচ জিতিয়েছেন। অন্যদিকে মাশরাফি গতকালকের আগে ৬৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে জিতিয়েছেন ৩৯টি ম্যাচ।

আরো পড়ুন: বার্সার সঙ্গে নকআউট পর্বে টটেনহ্যাম, বিদায় ইন্টার মিলান

পরিসংখ্যান মতে ওয়ানডেতে মাশরাফিই বাংলাদেশের ইতিহাসের সেরা অধিনায়ক। এরপরেই আছেন হাবিবুল বাশার। তৃতীয় স্থানে আছেন সাকিব। সাকিবের অধীনে বাংলাদেশ ৫০টি ওয়ানডে খেলে জিতেছে ২৩টিতে।

ইত্তেফাক/কেআই