বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাস্তা পাকাকরণে বালুর বদলে মাটি!

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১২:৪২

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় রাস্তা পাকাকরণ কাজে বালুর বদলে মাটি ফেলার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে এলজিইডি বালিখাঁ বাজার থেকে-ঢাকিরকান্দা বাজার পর্যন্ত পৌনে পাঁচ কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজ বাস্তবায়ন করছে।

 

ঠিকাদারি প্রতিষ্ঠান ডলি কনস্ট্রাকশন রাস্তায় বালুর পরিবর্তে মাটি দিয়ে কাজ শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সচেতন মহলের প্রতিবাদের পরও ঠিকাদারের খেয়াল খুশি মতো রাস্তা কার্পেটিংয়ের কাজ এগিয়ে চলছে।

আরো পড়ুন: ১২ দিনে ১৫০ জন নারী ধর্ষণের অভিযোগ

এ ব্যাপারে তারাকান্দা উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম মঙ্গলবার বলেছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কিছু মাটি ফেলেছিল, তা সরিয়ে ফেলা হয়েছে।

 

ইত্তেফাক/এএম