শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গুলশানে বিএনপির কার্যালয়ে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৫:২৫

গুলশানে বিএনপি কার্যালয়ে মনোনয়ন না পাওয়াদের বিক্ষোভ চলছে। মনোনয়ন বঞ্চিতরা রবিবার সকাল থেকেই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে মিছিল করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করে জানান, টাকার বিনিময়ে ও আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে বিএনপির যোগ্য প্রার্থীরা মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তাছাড়া তৃণমূল প্রার্থীরা মনোনয়ন বঞ্চিত হয়েছেন। 

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। এই আসনে বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুল্লাহ। রবিবার সকাল থেকে তার অনুসারী গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।

আরও পড়ুন: কামাল হোসেনের ব্যাংক হিসাবের তথ্য নিয়ে কাজ চলছে: এনবিআর চেয়ারম্যান

কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি  মঞ্জুরুল আহসান মুন্সি।  তবে এই আসন থেকে ধানের শীষের প্রতীক পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল জেএসডির প্রার্থী আব্দুল মালেক রতন।

মনোনয়ন বঞ্চিত হওয়ায় তার অনুসারীরা সকাল থেকে গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করছেন। 

ইত্তেফাক/এমআই