শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্বামী হত্যায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকসহ ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৬:৪৫

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম শেখ সুলতানা রাজিয়ার বিচারিক আদালত বুধবার দুপুরে এ  রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নিহত আব্দুল করিমের দ্বিতীয় স্ত্রী পৌর এলাকার ভাদুঘর গ্রামের সালমা বেগম, তার পরকীয়া প্রেমিক একই গ্রামের সজল দেবনাথ ও আলাল মিয়া। এদের মধ্যে সালমা ছাড়া অন্য দুই আসামি পলাতক রয়েছে। এছাড়া এ মামলায় লিটন দেবনাথ নামে অপর এক আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি দ্বীন ইসলাম জানান, শহরের আনন্দ বাজারের ব্যবসায়ী ভাদুঘর গ্রামের আব্দুল করিম গত ২০১১ সালের ৫ জুন খুন হন। ওই দিনগত রাত ১২ টার দিকে সালমাসহ তিন আসামি গলায় রশি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার মরদেহ বস্তাবন্দি করে বসত ঘরেই রেখে দেয়।

তিনি আরো বলেন, এ ব্যাপারে তার প্রথম স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় প্রদান করে।

ইত্তেফাক/কেআই