বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যশোর-নড়াইল সড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১২:৩২

বৃহস্পতিবার সকালে যশোর-নড়াইল সড়কের করিমপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সুশোভন খিসা (৬৮) নামে একজন তীর্থযাত্রী নিহত এবং ১৫ জনকে আহত হয়েছেন।

 

সুশোভন রাঙ্গামাটি জেলার ফরেজ কলোনি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত অমিও খিসা। আহতদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস যশোর-নড়াইল সড়কের করিমপুর বড়পুকুর এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা নড়াইলগামী জিএম পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। 

 

আহত যাত্রী কনক বরণ চাকমা জানান, তারা রাঙামাটি থেকে বেনাপোল হয়ে ভারতে তীর্থ স্থানে যেতে চাইছিলেন। তারা ৪৫ জন তীর্থযাত্রী ছিলেন। নিহত সুশোভন খিসা তাদের মৌজা প্রধান বা হেডম্যান। 

 

বাঘারপাড়া থানার ওসি জসিম উদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত বাস দুটি তাদের হেফাজতে রয়েছে। 

 

যশোর জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আব্দুর রশিদ জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। 

 

 

ইত্তেফাক/ইউবি