শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খুলনায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৩:১৫

খুলনায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে চারটি আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকা থেকে জেলা ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. রাজ্জাক চৌধুরী (৩৩), মাসুম ওরফে ফারুক চৌধুরী (৩৮), আরিফুজ্জামান ওরফে শরীফ (৩৮), মো. রিপন গাজী (৩০), মো. আলমগীর হোসেন (৩২), সাগর মিয়া (৪০), মো. হিরা মিয়া (৩৫), মো. সোহেল ওরফে রাহেজ ওরফে হারেজ (৩৪), মো. আনিসুর রহমান (২৫) ও গফুর আলী (৩৮)। তাদের কাছ থেকে পুলিশের অনেক সরঞ্জামসহ একটি গাড়ি উদ্ধার হয়েছে। 

 

খুলনা জেলা ডিবি পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরী জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার তিলক এলাকার কুদির বটতলা মোড় সংলগ্ন খানজাহান আলী সেতু বাইপাস সড়কের গফফার শেখের ঘেরের পাশ থেকে ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের উক্ত ১০ সদস্যকে গ্রেফতার করা হয়।

 

 

ইত্তেফাক/ইউবি